
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম
গজারিয়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

আরও পড়ুন
মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঠক নন্দিত দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
যুগান্তরের গজারিয়া উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গজারিয়া প্রেসক্লাবের সহসভাপতি মো. মুকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় হওয়া
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।
এ ছাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুন শরীফ, গজারিয়া থানার ওসি
আনোয়ার আলম আজাদ, প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, সহসভাপতি জুয়েল
দেওয়ান, সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিয়া, অর্থ সম্পাদক
সায়মন শাহাদাত, দপ্তর সম্পাদক আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিরা যুগান্তর পত্রিকার
উত্তরোত্তর সাফল্য কামনা করেন।