Logo
Logo
×

সারাদেশ

‘মাওলানা সাদ আসবেন কিনা, সেই তথ্য আমার কাছে নেই’

Icon

টঙ্গী পশ্চিম, পূর্ব ও শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৫ পিএম

‘মাওলানা সাদ আসবেন কিনা, সেই তথ্য আমার কাছে নেই’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই। উভয়পক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন দেশের ২ হাজার ৩৩৫ জন বিদেশি মেহমান ময়দানে এসেছেন। সব কিছু ঠিকঠাক আছে। আশা করি শান্তিপূর্ণভাবে দ্বিতীয়পর্বের ইজতেমাও সম্পন্ন হবে।

মাওলানা সাদ ইজতেমায় আসবেন কিনা সেই তথ্য তার কাছে নেই বলে জানান জিএমপি কমিশনার।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ইজতেমার বিদেশি মেহমানদের নিরাপত্তায় স্থাপিত গাজীপুর মহানগর পুলিশের বিশেষ নিয়ন্ত্রণ কক্ষের সামনে এক ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার আরও বলেন, প্রথমপর্বের মতো দ্বিতীয় পর্বেও জিএমপির পক্ষ থেকে ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, টুরিস্ট পুলিশ, নৌপুলিশ মোতায়েন থাকবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএমপি কমিশনার বলেন, মাওলানা সাদ আসবেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। তবে ইতোমধ্যে উনার তিন ছেলে ইজতেমা ময়দানে এসেছেন। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কিছু করতে দেওয়া হবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম