Logo
Logo
×

দরকারি

যেভাবে যত্ন করলে যুগ যুগ ভালো থাকবে সোনার গহনা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম

যেভাবে যত্ন করলে যুগ যুগ ভালো থাকবে সোনার গহনা

আপনি সোনার গহনা কিনছেন কিন্তু তা ভালো থাকছে তো। ঠিকঠাক যত্ন-আত্তি করছেন তো সোনার গহনায়? কীভাবে সোনা রাখলে এর মান বহু বছর পরও একই রকম ভালো থাকবে, সে বিষয়ে জানা উচিত। আর সোনা ভালো রাখার পরামর্শ দিচ্ছেন সোনার কারবারিরা।

এক ভরি সোনার দাম ১ লাখ ৪৩ হাজার গণ্ডি পেরিয়ে গেছে। এরপরও সোনা বিক্রি কমেনি। বরং দাম বেশি হোক বা কম— সোনার গহনা কিনেই চলেছেন মানুষ। কারণ অধিকাংশেরই ধারণা— কাঞ্চনেই নিরাপদ মূল্য। ব্যাংক ও শেয়ারবাজার ফেল করতে পারে। কিন্তু সোনার দাম কমবে না। সে কথা ভেবে যে সোনা কিনে চলেছেন, তা ভালো থাকছে কিনা, ঠিকঠাক যত্ন-আত্তি করছেন কিনা? কীভাবে সোনা রাখলে সোনার মান বহু বছর পরও ভালো থাকবে? এ নিয়ে সোনার কারবারিরাই দিলেন পরামর্শ। চলুন জেনে নেওয়া যাক সোনার মান কীভাবে ঠিক রাখা যায়—

১. প্রতিটি গহনা আলাদা রাখুন

যেহেতু সোনা খুব নরম ধাতু, তাই সাবধানতা একটু বেশি অবলম্বন করতে হয়। একটির সঙ্গে আরেকটি গহনা মিলিয়ে রাখবেন না। ছোট্ট একটি নাকছাবিও আলাদা রাখুন। কারণ নরম সোনায় ঘষা লেগে যেতে পারে। তা থেকে সোনা ক্ষয়ও হতে পারে। তাই প্রতিটি গহনার জন্য আলাদা ছোট ব্যাগ বা বাক্স ব্যবহার করুন।

২. আর্দ্রতা থেকে দূরে রাখুন

স্যাঁতসেঁতে জায়গা সোনার জন্য ক্ষতিকর। আর আর্দ্রতায় সোনার ঔজ্জ্বল্য় কেড়ে নেয়। সোনার ক্ষয়ও দ্রুত হতে পারে স্যাঁতসেঁতে বা আর্দ্র জায়গায় থাকলে। তাই সোনা সব সময় রাখতে হবে শুষ্ক জায়গায়। যেখানে আর্দ্রতা যেমন কম থাকবে, তাপমাত্রাও অধিক হবে না। সোনা ভালো রাখতে অনেক সময় সিলিকা জেলের প্যাকেটও ব্যবহার করেন অনেকে, যা বাড়তি আর্দ্রতা শুষে নেয়।

৩. বাক্সের বদলে ব্যাগ

শক্তপোক্ত বাক্সের বদলে নরম ধাতুর জন্য নরম কাপড় বা ভেলভেটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন সোনার কারবারিরা। তাতেও ভালো থাকবে সোনা ।

৪. নিয়মিত পরিষ্কার করা

ধুলাবালি পড়ে সোনার ঔজ্জ্বল্য নষ্ট হতে পারে। দীর্ঘদিনের জমা ময়লা পরিষ্কার করতে গিয়ে ক্ষয় হতে পারে সোনার। তাই ধুলাবালি পড়তে না দেওয়াই ভালো। নিয়ম করে নরম কাপড় দিয়ে সোনার গহনা পরিষ্কার করুন।

৫. রূপার থেকে আলাদা রাখুন

সোনার ক্ষয় কম। তবে অন্য ধাতুর সঙ্গে রাখলে স্বভাব বদলাতেও পারে। এমনকি রূপার সঙ্গেও সোনা না রাখাই ভালো বলে মনে করেন সোনার কারবারিরা। তাদের পরামর্শ— সোনার রঙের পরিবর্তন বা ক্ষতি এড়াতে সোনা ও রূপা আলাদা রাখাই ভালো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম