
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৪১ এএম
হেইলি স্টেইনফিল্ড; যার সিনেমা মানেই সুপারহিট

সেলিম কামাল
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:১৭ পিএম

ছবি:সংগৃহীত
প্রথম অভিনয় ছিল মাত্র দশ বছর বয়সে। হেইলি স্টেইনফিল্ডের শুরুটা হয়েছিল শর্টফিল্মের মাধ্যমে। এরপর ধীরে ধীরে তিনি নিজেকে পরিণত করে তোলেন হলিউডের একজন অপরিহার্য অভিনেত্রী হিসাবে। কেমেরন সয়ার পরিচালিত ‘শি ইজ আ ফক্স’ ২০০৯ সালে যখন মুক্তি পায়, তখন মেয়েটির বয়স তের ছুঁয়েছে। ডজন-ডজন পুরস্কার পাওয়া এ সিনেমার টালিয়া অ্যালডেন চরিত্রে অভিনয় করে হেইলি বুঝিয়ে দিয়েছেন তিনি ফিরে যেতে আসেননি। আটাশ বছর বয়সি গায়িকা ও অভিনেত্রী হেইলি স্টেইনফিল্ড এখন হলিউডের এক জ্বলজ্বলে তারকার নাম। তার সিনেমা মানেই সুপারহিট।
স্পাইডারম্যান সিরিজের মাধ্যমেই তিনি হলিউড-দর্শকের কাছে বেশি পরিচিত হয়ে ওঠেন। আর এ সিনেমা মানেও সুপারহিট। ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে তার অভিনীত আরেকটি সিনেমা ‘সিনার্স’। রায়ান কুগলার পরিচালিত অতিপ্রাকৃত গল্পের এ সিনেমায় হেইলি অভিনয় করেছেন মেরি ব্ল্যাকউডের চরিত্রে।
ধারণা করা হচ্ছে এ চরিত্র দিয়েই দর্শকদের মনে আরেকবার দাগ কাটবেন হেইলি। মূলত হরর সিনেমাগুলোতে অভিনয় করে অভিনয়ে নিজস্ব ঘরানা তৈরি করেছেন হেইলি স্টেইনফিল্ড। যোসেফ ম্যাকজিনটি নিকোল পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘থ্রি ডেজ টু কিল’ পরিণত হেইলির প্রথম সিনেমা। আরেক হরর স্পেশালিস্ট অভিনেত্রী আম্বার হার্ডের সঙ্গে সমান তালে এ সিনেমায় অভিনয় করে নজরবন্দি হন বাঘা পরিচালকদের।
২০১৬ সালে কেলি ফ্রিমন ক্রেইগ তাকে কেন্দ্র করেই নির্মাণ করেন ‘দ্য এইজ অব সেভেনটিন’ সিনেমাটি। কামিং অব এইজ নিয়ে কমেডি এ সিনেমা সে সময়ে দারুণ ব্যবসা করেছিল। তার আলোচিত প্রথম সাফল্য আসে ২০১৮ সালে। ট্রাভিস নাইট পরিচালিত সায়েন্স ফিকশন অ্যাকশন এ সিনেমা ‘বাম্বলবি’ নির্মিত হয় মাত্র ১২০ মিলিয়ন মার্কিন ডলার। আর এটি বক্সঅফিস থেকে তুলে নেয় প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। এখান থেকেই ক্যারিয়ারের আকাশে উড়তে থাকেন হেইলি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন জন সিনা।
এরপর একই বছরে মুক্তি পায় বব পারসিশেটি পরিচালিত ‘স্পাইডার-ম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স’। সুপারহিরো বেইজ্ড সিনেমা হলেও গুরুত্বপূর্ণ ছিল স্পাইডার-উইম্যান চরিত্রটিরও। স্পাইডার-ম্যান জেইক জনসনের পাশাপাশি প্রশংসায় ভাসতে থাকেন হেইলিও।
কারণ, ৯০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত সিনেমাটি আয় করেছিল প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। এরপর জোয়াকুইম ডস সান্তস, কেম্প পাওয়ারস ও জাস্টিন কে. থম্পসন পরিচালিত ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’ মুক্তি পায় ২০২৩ সালে। অ্যানিমেটেড ভার্সনে নির্মিত এ সিনেমা নির্মিত হয় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচে। আর এটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। এ সিরিজের পরবর্তী সিনেমা ‘স্পাইডার-ম্যান : বেয়ন্ড দ্য স্পাইডার-ভার্স’ মুক্তি পাবে ২০২৭ সালের ৪ জুন। বব পারসিশেটি পরিচালিত ওই সিনেমায়ও একই ভূমিকায় থাকছেন হেইলি স্টেইনফিল্ড।