Logo
Logo
×

হলিউড

প্রিয়াঙ্কার ভাসুরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ পিএম

প্রিয়াঙ্কার ভাসুরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

জো জোনাসের সোফি টার্নারের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুললেন সাবেক ‘নিকেলোডিয়ান’ তারকা অ্যালেক্সা নিকোলাস। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন জো। খবর আনন্দবাজার পত্রিকার।

অ্যালেক্সার অভিযোগ, জো নাকি তাকে বারবার বিরক্ত করতেন। তাদের বিবস্ত্র ছবি চাইতেন। সেই সময় অবিবাহিত ছিলেন গায়ক জো। সম্প্রতি লস এঞ্জেলেসে ডোজার স্টেডিয়ামে অনুষ্ঠান করতে গিয়ে এ অভিযোগের জবাব দিয়েছেন জো। 

তিনি বলেন, ‘চার বছর এক অসাধারণ দাম্পত্যের পর আমরা যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। গত সপ্তাহটা খুব কঠিন ছিল আমার জন্য। এটুকু বলতে পারি, এমন কোনো কথায় বিশ্বাস করবেন না, যা আমার মুখে শোনেননি।’

জোয়ের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে এমন হেনস্তার অভিযোগ উঠেছে। কয়েক বছর আগে ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’-এর মঞ্চে মজার ছলে জোয়ের বিষয়ে এমন তথ্য ফাঁস করেছিলেন খোদ সোফিই। জো অবশ্য বরাবরই বিতর্ক এড়িয়ে চলেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম