Logo
Logo
×

হলিউড

সম্পদশালী নারীর তালিকায় রিহানা টেলর বিয়ন্সে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৭:৩৯ পিএম

সম্পদশালী নারীর তালিকায় রিহানা টেলর বিয়ন্সে

ফাইল ছবি

রিহানা, বিয়ন্সে এবং টেলর সুইফটের মতো নারী সঙ্গীতশিল্পীরা তাদের জনপ্রিয়তা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। ফোর্বসের সম্পদশালী নারীর তালিকায় রয়েছেন তারা; যা বৃহস্পতিবার প্রকাশ পায়। খবর ইয়াহুর।

প্রতিবেদনে বলা হয়েছে, রিহানা-টেলর-বিয়ন্সের অসাধারণ কৃতিত্বের পাশাপাশি তাদের বিপুল সম্পদ এবং প্রভাব তুলে ধরা হয়। চলতি বছর এ তালিকায় যুক্ত হয়েছেন বিনোদন জগতের ম্যাডোনা, অপরাহ এবং ডলি পার্টনের মতো আইকনিক ব্যক্তিত্ব।

রিহানা তার সমবয়সিদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন তালিকায়। তালিকার শীর্ষ ২০ নম্বরে জায়গা করে নিয়েছেন এই পপতারকা। ১.৪ বিলিয়ন ডলারের আনুমানিক সম্পদ রয়েছে তার।  

সঙ্গীত জগতের আরেক প্রভাবশালী তারকা টেলর সুইফট ফোর্বসের তালিকায় ৩৪তম স্থান অর্জন করেছেন। আনুমানিক ৭৪০ মিলিয়ন ডলারের সম্পদের মালিক তিনি।  

খ্যাতিমান পপতারকা বিয়ন্সে ৫৪০ মিলিয়ন ডলারের সম্পদ নিয়ে আছেন তালিকায় ৪৮তম স্থানে। সঙ্গীতে তার তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে এই সম্পদের মালিক হয়েছেন তিনি। ফ্যাশন হাউস বালমেইনের সঙ্গে অংশীদারিত্ব তার সম্পদের অন্যতম উৎস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম