
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০২:৪১ পিএম
মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:১১ পিএম

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঈদুল ফিতরের পুনর্মিলনীতে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলায় ও নৃশংসতার যে বাচ্চারা এবং ২৪ এর গণআন্দোলনে এ দেশের যে বাচ্চারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি ও পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
তিনি বলেন, ২০০ বছর ধরে প্যালেস্টাইন, গাজা উপত্যকা ইংরেজি, শিক্ষা, আইন সভ্যতা নিয়ন্ত্রণ করে রেখেছে, তা উপমহাদেশে তাদের সভ্যতা ধরে রেখেছে। এ সভ্যতা ও গণতন্ত্রকে ধরে রাখতে হবে। আজকের এই দিনে গাজায় ও ২৪ এর গণআন্দোলনে নিহত বাচ্চাদের স্মরণ করে তিনি বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী যুক্তরাষ্ট্রের বিবেক গণহত্যাকারী ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মুসলমানদের মানবাধিকার লংঘন করছে, পশ্চিমা বিশ্ব ইতিহাসের চরম ভুল পথে হাটছে, যা তাদের জন্য আত্মঘাতী। উপদেষ্টা মন্ত্রণালয় সকল উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে সকলের সম্বলিত প্রচেষ্টা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন এটি দলগত সম্প্রীতি কর্মউদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
সচিব মহিউদ্দিন বলেন, ঈদের আনন্দঘন পরিবেশকে উজ্জীবিত করতে ঈদের আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের প্রতিটি দুস্থদের সহায়তা পৌঁছে দিয়েছে, এতিমদের ক্যাপিটেশন গ্রান্ডের টাকা পৌঁছে দিয়েছে। ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এ আশাবাদ ব্যক্ত করেন।