
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০২:৪৩ এএম
প্রধান উপদেষ্টা ব্যাংকক যাচ্ছেন আজ
ড. ইউনূসের সঙ্গে বৈঠক হচ্ছে নরেন্দ্র মোদির
বিমসটেক সম্মেলন: বিমসটেকের পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবে বাংলাদেশ * চিকিৎসা খাতে বিনিয়োগ করতে চায় চীন

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
বিমসটেক সম্মেলনে অংশ নিতে আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে ঢাকায় একটি কূটনৈতিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে। আগামী ২ বছরের জন্য বিমসটেকের পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবেন বাংলাদেশের সরকারপ্রধান ড. ইউনূস।
সম্প্রতি চীন সফর করে এসেছেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর এশিয়ার কোনো দেশে এটিই ছিল তার প্রথম সফর। ওই সফরে গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি সই হয়। বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে দেশটি।
ড. খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ড. খলিলুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার শীর্ষনেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল ৯টায় ব্যাংককের উদ্দেশে রওয়ানা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৪ এপ্রিল শুক্রবার রাত ৮টায় তিনি দেশে ফিরবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। বিমসটেক শীর্ষ সম্মেলন থেকেই বিমসটেকের পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত ছাড়াও এ সংগঠনের অন্য সদস্য দেশ হচ্ছে মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও ভুটান।
এদিকে একটি কূটনৈতিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হচ্ছে। বাংলাদেশের তরফে আগেই দ্বিপক্ষীয় বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছিল। এক্ষেত্রে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের কোলাহলের মধ্যে আসন্ন বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বুধবার বিমসটেক দেশগুলোর পররাষ্ট্র সচিবদের বৈঠক হয়েছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। তখন দুই নেতার সফরসূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠক হয়নি। ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেছেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার পর সেখানে থেকে তিনি রাজনৈতিক বক্তব্য দেওয়ায় ঢাকার উদ্বেগ রয়েছে। অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে ভারত বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংককে ড. ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হলে রাজনৈতিক পর্যায়ে অবিশ্বাস কমবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন।
এদিকে গত রোববার এক ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান জানিয়েছেন, চীনের বিনিয়োগে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানালে চীন রাজি হয়। খুব শিগগিরই শুরু হবে হাসপাতাল নির্মাণের কার্যক্রম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বছরের ডিসেম্বরে তিনি (খলিলুর রহমান) কুনমিং যান। সেখানে চীনের কো-অপারেশন মিনিস্টারের সঙ্গে তার কথা হয়। ওই সময় বাংলাদেশের রোগীদের সুবিধার্থে সেখানকার কয়েকটি হাসপাতাল চিহ্নিত করা যায় কি না সে ব্যাপারে চীনকে অনুরোধ করা হয়েছিল। পরে তারা বাংলাদেশিদের চিকিৎসার জন্য দ্রুত একটি হাসপাতাল ঠিক করেন। তিনি ব্যক্তিগতভাবে সই করা চারটি হাসপাতালের একটি পরিদর্শন করেন। হাসপাতালটির নাম ফার্স্ট পিপলস। গত ১০ মার্চ বাংলাদেশ থেকে একটি দল চিকিৎসার জন্য সেখানে যায়। প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত বলেন, বাংলাদেশ থেকে চীনের কুনমিং যেতে মাত্র ২ ঘণ্টা সময় লাগে। তা ছাড়া হাসপাতালে চিকিৎসার মান ও পরিবেশ অত্যন্ত ভালো। তিনি আরও বলেন, বাংলাদেশে অত্যন্ত উঁচুমানের হাসপাতাল প্রয়োজন। এ কারণেই চীন সরকারের কাছে বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের অনুরোধ করে।