‘তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ খতিয়ে দেখতে কমিটি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম
ছবি: সংগৃহীত
‘তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়টি খতিয়ে দেখতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে দিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, ওই কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে প্রতিবেদন দাখিল করবেন।তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা-১ শাখা) মো. লিয়াকত আলী সেখ।