Logo
Logo
×

সরকার

সচিব হিসেবে নিয়োগ পেলেন ড. এম মাহফুজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ এএম

সচিব হিসেবে নিয়োগ পেলেন ড. এম মাহফুজ

জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসনে একজন সিনিয়র সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। দুজন সাংবাদিককে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

এছাড়া তিন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

জারি করা আদেশে, ড. এম মাহফুজুল হককে সিনিয়র সচিব হিসাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাকে পতুর্গালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হবে। 

পৃথক আদেশে দি ডেইলি স্টারের সাব-এডিটর/রিপোর্টার সুস্মিতা তিথি এবং ভিজুয়াল সাংবাদিক নাইম আলীকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।  

ভিন্ন এক আদেশে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে, এসেট প্রকল্পের পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য দেলোয়ার হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম