Logo
Logo
×

সরকার

ডয়চে ভেলেকে ড. ইউনূস

এ দলেও নাই ওই দলেও নাই- এমন কাউকে পাওয়া যাবে না

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

এ দলেও নাই ওই দলেও নাই- এমন কাউকে পাওয়া যাবে না

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এ দলেও নাই, ওই দলেও নাই— এমন কাউকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না।’

ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন আরাফাতুল ইসলাম।

ডয়চে ভেলের পক্ষ থেকে প্রশ্ন ছিল, বিগত সরকারের নিয়োগ প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে আওয়ামী লীগপন্থিদের প্রাধান্য দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক পদে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি এই অভিযোগটিও উঠতে শুরু করেছে যে কিছু পদে নতুন যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, সেখানে কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে পরিচিতরা প্রাধান্য পাচ্ছেন। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কী? 

জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটা উল্টোভাবে দেখতে পারেন। যেহেতু উনি সিভিল সার্ভিসে আছেন, উনি একটা পোস্টিং পাবেন। দল ছাড়া কেউ কিছু এখানে করতে পারত না। আমাদের চেষ্টা করতে হবে দল যেন না আসে। এ দলেও নাই, ওই দলেও নাই— এমন কাউকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। এমনভাবে চলতে হবে যেন দলটা ভারী না হয়ে যায়। আমাদের যেহেতু নিজেদের দল নাই, আমরা নির্দলীয়ভাবে দেখতে পারি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম