বাধ্যতামূলক অবসরে পুলিশের দুই উচ্চপদস্থ কর্মকর্তা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৫:৩১ পিএম
পুলিশের দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি ও অপরজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায় ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।