জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৫:২০ পিএম
![জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/23/image-841776-1724411991.jpg)
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক ডা. গোলাম মোস্তফার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ৪ এপ্রিল দুই বছরের জন্য চুক্তিতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ডা. গোলাম মোস্তফা। এরপর টানা চতুর্থ মেয়াদে তাকে একই পদে চুক্তিতে রাখে বিগত সরকার।