
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:১৭ পিএম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দ্বিতীয় সচিবের নিয়োগ বাতিল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৯:২৯ পিএম

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দ্বিতীয় সচিব আসিব উদ্দিন আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপন জারি করে এই চুক্তি বাতিল করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আসিম উদ্দিন আহমেদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।