Logo
Logo
×

সরকার

তরুণদের গ্রন্থমুখী করতে কাজ করছে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৫২ পিএম

তরুণদের গ্রন্থমুখী করতে কাজ করছে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, তরুণ প্রজন্মকে গ্রন্থমুখী করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এর মূল উদ্দেশ্য একটি সৃজনশীল, জ্ঞানমনস্ক ও আলোকিত জাতি গঠন করা।

শনিবার রাজধানীর বাংলা একাডেমি চত্বরে ঢাকা বিভাগীয় বইমেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং ঢাকা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আট দিনব্যাপী (৭-১৪ অক্টোবর) এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধু,  মুক্তিযুদ্ধ ও ওসানার বাংলার স্বপ্নযাত্রা।’

ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি কামরুল হাসান শায়ক। স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম