Logo
Logo
×

সরকার

রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, আমাদের মানবতাবিরোধী বলে কী করে: প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৭:১৫ পিএম

রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, আমাদের মানবতাবিরোধী বলে কী করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবতাবোধ আছে বলেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, আমাদের কেউ মানবতাবিরোধী বলে কী করে? যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশ আছে, যারা অগ্নিসন্ত্রাসের আসামিদের মানবাধিকার নিয়ে চিন্তিত।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল রোমের পারকো ডেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেলে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে বক্তব্য প্রদানকালে এই প্রশ্ন ছুড়েন বাংলাদেশ সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে যাইনি। কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছি। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে দেখি কিছু কিছু জায়গা থেকে বাধা আসে। কেন আসে? 

তিনি বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর মিয়ানমারে আরও কাজ করা উচিত। রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে সেখানে অবস্থান করে সংস্থাগুলো কাজ করুক। রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে হবে।

শেখ হাসিনা বলেন, কিছু অপরাধী বিদেশে অবস্থান নিয়ে বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপপ্রচারকারীরা বিলাসবহুল জীবনযাপন করছে। অপপ্রচার করছে। এত টাকা কোথায় পাচ্ছে তারা?

এ সময় তিনি আরও বলেন, আমরা বিনিয়োগ চাই। বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি আছে বলেই বিনিয়োগ আসছে। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম