Logo
Logo
×

পোশাকশিল্প

শেষ হলো দুদিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম

শেষ হলো দুদিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’

শেষ হলো দু’দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, স্পেন ও ইতালির ৪৫টিরও বেশি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত ডেনিমপণ্য প্রদর্শন করে। এতে ৫৬টি দেশ থেকে ৫ হাজার ৫৪৩ জন দর্শনার্থী প্রদর্শনী ঘুরে দেখেন। 

মঙ্গলবার শেষ দিনে ‘জিএসপি-প্লাস এবং এলডিসি উত্তরণের প্রেক্ষিতে ভবিষ্যতে তৈরি পোশাক শিল্পের প্রস্তুতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের গুরুত্ব এবং বাজারে প্রবেশাধিকার বজায় রাখার জন্য জিএসপি-প্লাস নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হয়। তাছাড়া বিশ্বব্যাপী কমপ্লায়েন্স মানদন্ডের সঙ্গে সঙ্গতি বজায় রাখা, নিরাপত্তা ধারাগুলো সঙ্গে সম্পর্কিত ঝুঁকি ব্যবস্থাপনা এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলোতে বাণিজ্য সুযোগ সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্তর সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঞ্চালনায় এতে অংশ নেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কম্পোনেন্ট ম্যানেজার ড. মোস্তফা আবিদ খান, শিন শিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাত, ডেনমার্ক দূতাবাসের সেক্টর কাউন্সিলর ওলে রোসেনবোর্গ জাস্টিসেন, ইভিন্স গ্রুপের পরিচালক শাহ রিয়াদ চৌধুরী, সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এইচএন্ডএমের রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান ও ইউরোপীয় ইউনিয়নের গ্রিন ইনক্লুসিভ বিভাগের টিম লিডার এডউইন কোয়েককোয়েক।

সরেজমিন মেলা ঘুরে দেখা যায়, প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে দর্শনার্থীর উপস্থিতি বেশি ছিল। উপস্থিত দর্শনার্থীদের বেশিরভাগই ছিল দেশি বিভিন্ন গার্মেন্টে কর্মরত তরুণ মার্চেন্ডাইজার। তারা স্টলগুলোতে ঘুরে ঘুরে পণ্য গুণগতমান সম্পর্কে ধারণা নেন। এছাড়া বিদেশি ক্রেতা ও তাদের প্রতিনিধিরা ঘুরে ঘুরে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত ডেনিম কাপড় ও তৈরি পণ্যের মান যাচাই করেন। এর মধ্যে অনেক বিদেশি ক্রেতা দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার এবং অর্ডার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

এক্সপোতে অংশ নেয়া যমুনা ডেনিমের সহকারী মহাব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, গতবারের চেয়ে এবারের এক্সপোতে দর্শনার্থীর সংখ্যা কম ছিল। তবে যেসব বিদেশি ক্রেতা এক্সপোতে এসেছিলেন তারা সবাই বাংলাদেশের ফেব্রিক্স উৎপাদন সম্পর্কে ধারণা নিয়েছে। এবারের এক্সপোতে আমরা নতুন উদ্ভাবিত ৪০ ধরনের ফেব্রিক্স নিয়ে এসেছিলাম, যার কম্পোজিশনে মুগ্ধ হয়েছেন দর্শনার্থীরা। আশা করছি, ভবিষ্যতে তাদের সঙ্গে কাজ করতে পারব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম