বিনা অনুমতিতে বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার, রিয়াল ফুটবলারের কাণ্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম

রাউল আসেনসিও (ডানে)
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্যানারি আইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফুটবলার রাউল আসেনসিওর কয়েকজন সতীর্থ। সেখানে দুই নারীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়ান তারা। তাদের মধ্যে একজনের বয়স ১৮-র নিচে।
অনুমতি ছাড়াই সে নারীদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করেন আসেনসিওর বন্ধুরা। পরে সে ভিডিও হাতে পেয়ে আসেনসিও বিনা অনুমতিতে তৃতীয় পক্ষের সঙ্গে তা শেয়ার করেন।
আসেনসিও যখন রিয়াল মাদ্রিদের একাডেমি লা ফাবরিকায় ছিলেন, ঘটনাটি সে সময়ের। ভিডিও ছড়ানোর ঘটনায় তার বিরুদ্ধে চাইল্ড পর্ণোগ্রাফির অভিযোগ উঠেছে। স্পেনের লাস পালমাসের আদালতে এই অভিযোগ থেকে খালাস পেতে চাইলেও তার অনুরোধ খারিজ করে দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, চাইল্ড পর্ণোগ্রাফির অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের সাজা হতে পারে আসেনসিওর।
রিয়াল মাদ্রিদের একাডেমি প্রোডাক্ট আসেনসিওর মূল দলের হয়ে অভিষেক হয় গেল বছরের নভেম্বরে। এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ২১ ম্যাচে মাঠে নেমেছেন একুশ বছর বয়সি এই ডিফেন্ডার।