Logo
Logo
×

ফুটবল

নারী ফুটবলে সংকট আরও ঘনীভূত!

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারী ফুটবলে সংকট আরও ঘনীভূত!

ছবি: সংগৃহীত

নিজেদের সিদ্ধান্তে অটল সাবিনা খাতুনরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের অনুরোধের পরও অনুশীলনে যাচ্ছেন না সিনিয়র নারী ফুটবলাররা। ফলে তাদের ছাড়াই নতুনদের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। চুক্তি থেকে বাদ পড়তে পারেন বিদ্রোহী ১৮ জন ফুটবলার। এমন আভাস পেয়ে মিডিয়াতে অধিনায়কত্ব ছাড়ার হুমকি দিচ্ছেন সাবিনা।

উদ্ভূত সংকটের পর থেকে প্রতিদিন সাংবাদিকদের ভিড় বাফুফে ভবনে। অপেক্ষায় থাকেন কখন আসবেন বাফুফে সভাপতি। কখন দেবেন সমাধান। কিন্তু সভাপতি আসেন না, সমাধানও মেলে না। রোববার বাফুফেতে এলেও কোনো সমাধান দিতে পারেননি তাবিথ আউয়াল। দুপুর বারোটা নাগাদ তিনি বাফুফেতে এসে ঘণ্টা তিনেকের বেশি ছিলেন। ভবন ছাড়ার সময় উপস্থিত সাংবাদিকরা সভাপতিকে ঘিরে ধরেছিলেন। কিন্তু আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি তাবিথ। গাড়িতে উঠতে উঠতে বলেন, ‘এখন অডিট নিয়ে ব্যস্ত। সব হবে।’

ব্যাস, এতটুকুই। বাফুফের আর্থিক বিষয়াদি দেখতে ফিফার প্রতিনিধিদলের এই সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে। এ নিয়ে বাফুফের অভ্যন্তরীণ অডিট কমিটি কাজ করছে। সভাপতি তাবিথ আউয়ালও এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন।

বাফুফের সহসভাপতি সাব্বির হোসেনের কথা, ‘মেয়েদের সমস্যার সমাধানের ব্যাপারে সভাপতি ইতিবাচক। আশা করি সমাধান হবে।’ তিনি যোগ করেন, ‘সভাপতি বুধ বা বৃহস্পতিবার লন্ডন সফরে যেতে পারেন। আমরা তো চাই আজ-ই সমাধান হোক। সভাপতি এ নিয়ে কাজ করছেন। সব রকম চেষ্টা চলছে। আশা করি আপনারা তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন।’ ৩০ অক্টোবর নারী ফুটবলারদের চুক্তি শেষ হয়েছে।

গত তিন মাস বাফুফে চুক্তি নবায়ন করেনি। নারী ফুটবলের টালমাটাল সময়ে হঠাৎ বাফুফে চুক্তি নিয়ে মনোযোগী। এ নিয়ে প্রশ্ন উঠলেও সহসভাপতি বলছেন, ‘সমাধান হচ্ছে তারপর তো চুক্তি।’ জানা গেছে, বিদ্রোহী ১৮ ফুটবলারকে আর দলে চাইছেন না কোচ পিটার বাটলার। তাই তাদের নিয়ে আর ভাবছে না বাফুফে। যে ৩৭ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাটলার, তাদের নিয়েই এখন যত পরিকল্পনা সাজাচ্ছেন বাফুফে কর্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম