Logo
Logo
×

ফুটবল

আরটিভিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যুগান্তর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৪:৩৮ পিএম

আরটিভিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যুগান্তর

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে টিম যুগান্তর। আরটিভির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে যুগান্তর। 

বৃহস্পতিবার সকাল ১০টায় আরামবাগে বাফুফের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গণমাধ্যমকর্মীদের প্রতিযোগিতামূলক খেলা মিডিয়া কাপ ফুটবল। বৃহস্পতিবার যুগান্তর ও আরটিভির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় ছিল ২০ মিনিট। প্রথমার্ধে ০-০ গোলে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় প্রথম গোল পায় যুগান্তর। দলের হয়ে গোলটি করেন সাদ্দাম হোসেন ইমরান। 

খেলার শুরু থেকেই আরটিভিকে চাপে রাখে যুগান্তর। প্রথম দিকে কয়েক দফায় গোলপোস্টে আক্রমণ চালালেও সফল হয়নি টিম যুগান্তর। পরে দ্বিতীয়ার্ধে নিজেদের খেলার মধ্যে কিছুটা পরিবর্তন আনেন যুগান্তরের অধিনায়ক। এতে ফলও পায় যুগান্তর। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত ডিফেন্ডিংয়ে দলের রক্ষণ সুরক্ষিত রাখেন হামিদ বিশ্বাস ও রাজেশ। ১-০ গোলে খেলা শেষ হয়। জয় পায় যুগান্তর।

যুগান্তরের গোলরক্ষক ছিলেন জ্যোতির্ময়। তিনি দুর্দান্তভাবে নিজেদের দলের গোলপোস্ট সুরক্ষিত রাখেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম