Logo
Logo
×

ফুটবল

গলা টিপে ধরার ফল ভোগ করতে হচ্ছে কাসেমিরোকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৮ পিএম

গলা টিপে ধরার ফল ভোগ করতে হচ্ছে কাসেমিরোকে

ব্রাজিলের তারকা ফুটবলার কাসেমিরো। ফাইল ছবি

এক ফুটবলারের গলা টিপে ধরার ফল ভোগ করতে হচ্ছে ব্রাজিলের তারকা ফুটবলার কাসেমিরোকে। আর এ ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কাসেমিরোকে।

শনিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের ৭০তম মিনিটে গলা টিপে ধরার সূত্রপাত। ম্যানইউয়ে কাসেমিরোর সতীর্থ অ্যান্থনিকে ফাউল করেন প্রতিপক্ষের খেলোয়াড় উইল হিউজ। এই ঘটনায় বিবাদে জড়িয়ে পড়েন দু’দলের ফুটবলাররা। এক পর্যায়ে হিউজের গলা টিপে ধরেন কাসেমিরো। পরবর্তীতে ভিডিও সহকারী রেফারি (ভিএআরে) সেই ঘটনা দেখে কাসেমিরোকে লাল কার্ড দেখান রেফারি। কাসেমিরোকে লাল কার্ড দেখানোতেই শেষ নয়। শাস্তি হিসেবে কাসেমিরোর নামের পাশে যোগ হয়েছে তিন ম্যাচের নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞার কারণে লিডস ইউনাইটেডের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ম্যাচ ছাড়াও লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না তার। সবকিছু ঠিকঠাক থাকলে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে কাসেমিরোকে।

ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ কাসেমিরোর বিষয়ে মুখ খুলেছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘হিউজকে এভাবে আক্রমণ করা ঠিক হয়নি কাসেমিরোর। এই ধরনের আচরণকে ফুটবলের সঙ্গে ‘অসঙ্গতিপূর্ণ’ বলেছেন হ্যাগ।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম