
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১১:২৬ এএম
নিউইয়র্কে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক থেকে
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেট অফিসে সভাটি অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেলের অফিস থেকে এ সভার আয়োজন করা হয়।
এর সভাপতিত্ব করেন কনসাল জেনারেল নাজমুল হুদা। এতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা
অংশ নেন।
সভায় রাষ্ট্রদূত মুশফিক গত ১৫ বছর প্রবাসে সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন
বাধাবিপত্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘হোয়াইট হাউজে সাংবাদিক হিসেবে যেন কাজ না
করতে পারি সেজন্য মরিয়া ছিল পতিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসিনার বড় বড় মন্ত্রীরা
আমার পেশাগত কাজের প্রতিবন্ধকতায় জাল বুনেছিল। এমন কি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমার
বিরদ্ধে স্টেট ডিপার্টমেন্টে চিঠি লিখেছিল।’
পতিত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে শত শত সাংবাদিককে নির্যাতনের দৃষ্টান্তগুলো
তুলে ধরেন মুশফিক। তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে অবশ্যই
অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। নির্বাচিতদের হাতে শাসনভার হস্তান্তর বর্তমান
সরকারের অন্যতম দায়িত্ব। এ জন্য অন্তবর্তীকালীন সরকারকে সাহায্য করতে হবে।’
মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মজিবুর
রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লূর রহমান জিল্লু,
বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির
সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।