
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ১১:১৭ পিএম
বাহরাইনে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. স্বপন মজুমদার
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৩:৫৭ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখা। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাহরাইন বিএনপির সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও
সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেনের পরিচালনায় পবিত্র কুরআন তেলওয়াতের
মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বাহারাইন শাখার
সাবেক সিনিয়র সহসভাপতি মো. আব্দুল গণি মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহসভাপতি মো.
আকবর আলী, মো. মফিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বুলবুল,
সাবেক দপ্তর সম্পাদক মো. সোহেল হোসেন, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. বশির আহমেদ,
বিএনপি মানামা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. বিল্লাল হোসেন।
আলোচনা সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহিদ
ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার
জন্য বিশেষ মোনাজাত করা হয়।