Logo
Logo
×

পরবাস

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৫ বাংলাদেশি আটক

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:২৭ পিএম

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির এনফোর্সমেন্ট বিভাগ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে কাজ করার উদ্দেশে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। 

আটকদের বিমানবন্দরের পর্যবেক্ষণ ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) নিয়মিত পর্যবেক্ষণ ও এনফোর্সমেন্ট বিভাগ তল্লাশি চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১৩৯ জন বিদেশির কাগজপত্র জব্দ করে। এরমধ্যে ৯৫ জন বাংলাদেশির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে, দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন তারা। 

বিবৃতিতে আরও জানায়, মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশের নিয়ন্ত্রণ সর্বদা জোরদার নিশ্চিত করার জন্য এবং অবৈধভাবে কাজের উদ্দেশে পর্যটন ভিসার অপব্যবহার রোধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে বিভাগটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম