Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্ট গ্রেফতার

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৪:১০ পিএম

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্ট গ্রেফতার

মালয়েশিয়ায় চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। তারা বলছে, সমস্যাগ্রস্ত অভিবাসীদের অভিবাসন পরিষেবা দিচ্ছিল ওই চারজন।

এক বিবৃতিতে শুক্রবার জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, বুধ ও বৃহস্পতিবার কুয়ালালামপুরের চারটি স্থানে এবং সেলাঙ্গরের বন্দর বুকিত রাজার তিনটি স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়, যাদের বয়স ২২ থেকে ৩৮ বছর। গ্রেফতার হওয়ার মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের অভিবাসন পরিষেবা প্রদান করতো।

বিবৃতিতে তিনি আরও বলেন, অবৈধ এজেন্টরা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের ক্লায়েন্টদের লক্ষ্যবস্তু করতো। যেসব অভিবাসীরা বেশি সময় ধরে অবস্থান করেছিল অথবা যাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। বিশেষ পাসের জন্য এজেন্টরা অভিবাসীদের কাছ থেকে দুই থেকে আড়াই হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) নিত।

অভিযানের সময় বিভিন্ন দেশের ১৩৪ কপি পাসপোর্ট জব্দ করার কথা জানিয়েছে জেআইএম। তারা বলছে, জব্দকৃত পাসপোর্টগুলো বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিকদের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম