Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ার জোহর রাজ্যে ১৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ পিএম

মালয়েশিয়ার জোহর রাজ্যে ১৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার জোহর রাজ্যে ১৩ হাজার ৯৫ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে অভিবাসীদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার জোহর ইমিগ্রেশন বিভাগ (JIM) ফেসবুকে একটি পোস্টে জানিয়েছে ৩ হাজার ৪০টি অভিযানে ২৫ হাজার ৯২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে। যেখানে ৩০৬ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ বলছে, কোনো নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন, তা নিশ্চিত করার জন্য ব্যবসায়িক প্রাঙ্গণে পরিদর্শন করা হয়, তা সে এলোমেলো এলাকা বা 'হটস্পট' অবস্থানেই হোক না কেন। মোট ৩ হাজার ২০৬ জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান সেশন কোর্টে অভিযোগ আনা হয়েছে এবং যারা কারাদণ্ড ভোগ করেছেন তাদের স্থানান্তরের জন্য পন্টিয়ানের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হবে।

জোহর ইমিগ্রেশন ঘোষণা করেছে, ৫ হাজার ৭১৯ জন অবৈধ অভিবাসীকে আকাশ, স্থল এবং সমুদ্র প্রবেশপথের মাধ্যমে বিভিন্ন দেশের অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

অভিবাসন আইন ও বিধি লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিবাসন বিভাগ জোহরজুড়ে আইন প্রয়োগ জোরদার করবে। একইসঙ্গে আমরা নিয়োগকর্তা, প্রতিষ্ঠানের মালিক এবং বৈধ ভ্রমণ নথি এবং পাস বা পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগের ষড়যন্ত্রকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম