Logo
Logo
×

পরবাস

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Icon

মো. স্বপন মজুমদার, বাহরাইন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ পিএম

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরওয়ার দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। পরে প্রধান উপদেষ্টার বার্তা পড়ে শুনানো হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরওয়ার বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ মাতৃভাষা বাংলা।  অন্যসব দেশের মানুষের প্রতি ও তাদের ভাষার প্রতি আমাদের সম্মান করতে হবে। তবেই আমাদের বাংলা ভাষার মান ও সম্মান আরও বৃদ্ধি পাবে।’

দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে তারা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম