Logo
Logo
×

পরবাস

ইসলামী দলগুলো একক শক্তি হিসেবে নির্বাচনে যেতে কাজ করছে

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম

ইসলামী দলগুলো একক শক্তি হিসেবে নির্বাচনে যেতে কাজ করছে

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার ৪র্থ দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫। রোববার দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে স্থানীয় সময় সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি বলেন, ইসলামী দলগুলো যেন একক শক্তি হিসেবে নির্বাচনে যেতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে।

এতে আগামী ২০২৫-২৬ সেশনে হাফেজ মাওলানা মুফতি আমিরুল ইসলামকে সভাপতি, মাওলানা আব্দুল করিমকে সিনিয়র সহ-সভাপতি ও মাওলানা গাজী আবু হোরায়রাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৫ সদস্যবিশিষ্ট মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। 

মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে ও জনমানুষের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব দলের সঙ্গে একতা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। চেষ্টা করছে ইসলামী দলগুলো যেন অন্তত একটি একক শক্তি হিসেবে আগামীতে নির্বাচনে যেতে পারে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতো আর কোনো স্বৈরাচার শাসক যেন বাংলাদেশের ক্ষমতায় বসতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সোচ্চার থাকতে হবে।

অতীতে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিরোধী দল করার প্রস্তাব দিয়েছিল উল্লেখ করে বলেন, আমরা সেই প্রলোভনের ফাঁদে পা দেইনি। আমরা জনগণের কল্যাণে ও দেশের বৃহৎ স্বার্থে সবসময়ই জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও সেটিই অব্যাহত থাকবে।

তাছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় এবং একইসাথে পিআর পদ্ধতিতে নির্বাচনের জোরালো দাবিও জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা। 

এদিকে সভায় মালয়েশিয়ার বিভিন্ন শাখা কমিটির নেতারা সিন্ডিকেট ভেঙে এয়ার টিকিটের মূল্য কমানো ও পাসপোর্ট নবায়ন সমস্যা দূরীকরণে প্রধান উপদেষ্টার কাছে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। 

হিফজুর রহমান জামিলের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সম্মেলনে বক্তব্য দেন- মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম, সহকারী সেক্রেটারি আরএম রুবেল আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান মাহফুজসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা কমিটির সভাপতিরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম