মালয়েশিয়া যুবদলের সভায় মোনায়েম মুন্না
স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার ভিত্তিতে কমিটি হবে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আহমাদুল কবির, মালয়েশিয়া
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯ পিএম
![স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার ভিত্তিতে কমিটি হবে](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/11/Malaysia-1-67ab7ad9783ed.jpg)
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, মালয়েশিয়া যুবদলের নতুন নেতৃত্ব আসবে যোগ্যদের ভেতর সততার পরীক্ষায় উত্তীর্ণ ত্যাগী নেতাকর্মীরা। কমিটি হবে স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার ভিত্তিতে।
রোববার বিকালে (স্থানীয় সময়) মালয়েশিয়া যুবদল আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে রমজান আলি ও নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন আবদুল মোনায়েম মুন্না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতা তুলে ধরে আবদুল মোনায়েম মুন্না বলেন, আমাদের চেয়ারম্যান বলেছিলেন ফ্যাসিবাদী হাসিনা সরকারের সব দুর্নীতি, অন্যায় অত্যাচারের ফয়সালা জনগণ রাজপথে করবে। ৫ আগস্ট হাসিনার পলায়নের মাধ্যমে তার প্রমাণ জনগণ করেছে।
মুন্না বলেন, মালয়েশিয়া যুবদলের নতুন নেতৃত্ব আসবে যোগ্যতা, সততার পরীক্ষায় উত্তীর্ণ ত্যাগী নেতাকর্মীদের দিয়ে, স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার ভিত্তিতে। সুতরাং কোনো নেতার পেছনে ঘুরে লবিং করা এবং কাউকে প্রলুব্ধ করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
সাংগঠনিক মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তানা মাহমুদ, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি দাতো আব্দুল জলিল লিটন, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সহ-সভাপতি ড. এসএম রহমান তনু মালয়েশিয়া বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ড. ওয়ালি উল্লাহ জাহিদ, সাংগঠনিক সম্পাদক মীর্জা সালাহ উদ্দিন।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিমুনিয়া মহানগর যুবদল সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম।
উপস্থিত ছিলেন- মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, মালয়েশিয়া যুবদল সহ-সভাপতি মঞ্জু খাঁ, হেলাল উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, যুবনেতা বাদল কারার, নূরে সিদ্দিকী সুমন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, সিমুনিয়া মহানগর সভাপতি খালিদ হাসান রিপন, কুয়ালালামপুর মহানগর সভাপতি শামীম রেজা প্রমুখ।
সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরফাত রহমান কোকোসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।