মালয়েশিয়ায় ৭৪ বাংলাদেশিসহ আটক ১১৬ অভিবাসী
আহমাদুল কবির, মালয়েশিয়া
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৪ বাংলাদেশিসহ ১১৬ অভিবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহে একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনে একটি শিল্প ভবন নির্মাণস্থলে পৃথক অভিযানে তাদের আটক করে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট।
শুক্রবার রাজ্যের ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, অভিযানে ১৮০ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর এদের মধ্যে থেকে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে পাকিস্তানি ৯, ইন্দোনেশিয়ান পুরুষ ১৩ এবং ২ ইন্দোনেশিয়ান নারী, ভারতীয় ৫, মিয়ানমারের ২, বাংলাদেশি ৭৪ এবং চীনের ১১ জন নাগরিক রয়েছেন।
২০ থেকে ৫৫ বছর বয়সি আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।