Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৮ বিদেশি ভিক্ষুক গ্রেফতার

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৮ বিদেশি ভিক্ষুক গ্রেফতার

মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৮ বিদেশি ভিক্ষুককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর জোহর বাহরু রাজ্যের ইমিগ্রেশন বিভাগ দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৮ জন বিদেশি ভিক্ষুককে গ্রেফতার করেছে।

বুধবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানে কাম্পুং মাজিদি এবং তামান আবাদের রাতের বাজার স্থানগুলো থেকে বিদেশি ভিক্ষুকের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার চারজন এবং বাংলাদেশ ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন। যাদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে।

মোহাম্মদ রুসদি বলেন, জনসাধারণের সহানুভূতি অর্জনের জন্য ভিক্ষুকরা তাদের শরীরের বিকৃতি প্রদর্শন করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভিক্ষুকরা প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করে।

পরিচালক বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে তদন্ত করে ব্যবস্থা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের সেতিয়া ট্রপিকার ইমিগ্রেশন ডিপোতে  রাখা হয়েছে।

মোহাম্মদ রুসদি বলেন, মালয়েশিয়ায় আসা সব বিদেশি দর্শনার্থীকে অভিবাসন আইন ও বিধি মেনে চলার আহবান জানান এবং বিদেশিদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ জানাতে ইচ্ছুক জনসাধারণকে https://imi.spab.gov.my/ এর মাধ্যমে সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করতে ইমিগ্রেশন থেকে বলা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম