মালয়েশিয়ায় শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর
আহমাদুল কবির, মালয়েশিয়া
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম
শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ন্যূনতম মজুরি দেড় হাজার থেকে বাড়িয়ে এক হাজার ৭০০ রিঙ্গিত (মালয়েশিয়া মুদ্রা) করেছিল মালয়েশিয়ার সরকার। সেই বাড়তি মজুরি কার্যকর হচ্ছে আজ (শনিবার) থেকে। এতে করে দেশটিতে কাজ করারা ৪০ লাখ ৩৭ হাজার শ্রমিক প্রতি মাসে এক হাজার ৭০০ রিঙ্গিত করে মজুরি পাবেন।
মালয়েশিয়া সরকারের এই আদেশটি
পাঁচ বা ততোধিক কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। তবে পাঁচজনের
কম কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তাদের জন্য ন্যূনতম মজুরি কার্যকর হবে আগামী আগস্ট থেকে।
ন্যূনতম মজুরি বাস্তবায়ন
না করলে নিয়োগকর্তাদের জরিমানা বা দণ্ড দেওয়া হতে পারে।
এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ওই বছরের ১ মে থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি এক হাজার ৫০০ রিঙ্গিত নির্ধারণ করেছিলেন। এরপর ২০২৪ সালের অক্টোবরে দেশটির জাতীয় সংসদে বাজেট ২০২৫ পেশ করার সময় তৎকালীন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মজুরি বৃদ্ধির কথা জানান।