Logo
Logo
×

পরবাস

আমিনের শিশু পর্নোগ্রাফি মামলার শুনানি ১৯ নভেম্বর

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৫:৪০ এএম

আমিনের শিশু পর্নোগ্রাফি মামলার শুনানি ১৯ নভেম্বর

মালয়েশিয়ায় শিশু পর্নোগ্রাফি রাখা ও তৈরির ১৩টি অভিযোগে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী জোবায়দুল আমিনের বিচার সাময়িক মুলতবি ঘোষণা করা হয়েছে। বুধবার দায়রা আদালতের বিচারক সুরিতা বুদিন এই স্থগিতাদেশ দেন। সেই সঙ্গে আগামি ১৯ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, জোবায়দুল আমিনের বিরুদ্ধে ক্ষুদে বার্তা অ্যাপ স্ন্যাপচ্যাটের মাধ্যমে তোলা ভিডিও ও ছবি আকারে শিশু পর্নোগ্রাফি তৈরির আটটি অভিযোগ আনা হয়েছে। 

ফ্রি মালয়েশিয়া টু ডের এক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় যৌন অপরাধ আইন ২০১৭-এর ৫ ধারায় গঠন করা প্রতিটি অভিযোগের শাস্তি অনধিক ৩০ বছরের কারাদণ্ড এবং দোষী সাব্যস্ত হলে বেত্রাঘাতের বিধান রয়েছে।

এছাড়া জোবাইদুলের বিরুদ্ধে ফোন, ইউএসবি ও হার্ড ড্রাইভে সংরক্ষিত শিশু পর্নোগ্রাফি সম্বলিত ৯২৭টি ছবি ও ভিডিও রাখার আরও পাঁচ অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

জোবায়দুল কুয়ালালামপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এফবিআইয়ের সঙ্গে যৌথ তদন্তের পর ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে ৯৬ হাজার রিঙ্গিতের বিনিময়ে তাকে জামিন দেওয়া হয়।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর ফেডারেল পুলিশ সেক্রেটারি নুরসিয়াহ সাদউদ্দিন বলেন, জোবায়দুল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করতেন এবং তাকে পর্নোগ্রাফির উপকরণ সরবরাহ করতে বাধ্য করতেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম