Logo
Logo
×

পরবাস

কানাডায় পাড়ি জমানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা

Icon

নোমান সাবিত, নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

কানাডায় পাড়ি জমানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অনেক অবৈধ অভিবাসী। 

ধারণা করা হচ্ছে, কয়েকমাসের ব্যবধানে হাজার হাজার অবৈধ অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন। 

অভিবাসীরা আশঙ্কা করছেন, যেকোনো সময় তাদের বের করে দিতে পারে ট্রাম্প প্রশাসন। এমন ভয় থেকেই যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এমন ধারণা থেকে কানাডার পুলিশও ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশটির একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রাম্প জিতলে কানাডায় অভিবাসীদের ঢল নামতে পারে এমন আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। এ কারণে কয়েক মাস আগে থেকেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করেন।

পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী কয়েক মাসের মধ্যে অভিবাসনপ্রত্যাশী এবং অবৈধ অভিবাসীরা কিউবিক ও কানাডার দিকে রওনা হতে পারে। এর আগে ২০১৭ সালে ট্রাম্প প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব নিলে কয়েক দিনের ব্যবধানে কানাডায় ঢোকে বিপুল সংখ্যক অভিবাসী।

উল্লেখ্য, ব্যাপক গণপ্রত্যাবাসন, বিশাল ডিটেনশন ক্যাম্প নির্মাণ, সীমান্তরক্ষীর সংখ্যা বৃদ্ধি, সামরিক ব্যয়ের বড় অংশ সীমান্ত নিরাপত্তায় বরাদ্দ রাখা এবং সন্দেহভাজন মাদক ও অপরাধ চক্রের সদস্যদের আদালতের নির্দেশনা ছাড়াই বের করে দিতে ১৭৯৮ সালের ‘এলিয়েন এনিমিজ’ আইন প্রয়োগেরও ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম