Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি আটক

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটাভারুতে ইমিগ্রেশনের অভিযানে আটক হয়েছেন ৪৮ বাংলাদেশি। বুধ ও বৃহস্পতিবার দুই দিনের অভিযানে রাজ্যের কোটা ভারু এবং মাচাং শহরের চারপাশে এনফোর্সমেন্টের অভিযানে ৪৮ বাংলাদেশিসহ ৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার স্টেট ইমিগ্রেশনের উপ-পরিচালক (ব্যবস্থাপনা), নিক আখতারুল হক নিক আবদুল রহমান এক বিবৃতিতে জানান, আটকদের মধ্যে ৪৮ বাংলাদেশি ছাড়াও, ৪ ইন্দোনেশিয়ান পুরুষ ও ৩ জন নারী এবং একজন নেপালি পুরুষ নাগরিক রয়েছেন।

নিক বলেন, কেলান্তান জিআইএম ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার ১৮ জন অফিসারের সমন্বয়ে গোয়েন্দা তথ্যেও ভিওিতে অপ্স মাহির/সাপু নামে  

কোটা ভারু শহরের কাম্পুং কোক পাসির, কাম্পুং টেম্পোয়াক, কাম্পুং বেটিং লেবার কেমুমিন কোটা ভারু, কাম্পুং মেরবাউ চোন্ডং, পুলাই চোনডং এবং মাচাংসহ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।

আটক ২৩ থেকে ৫০ বছর বয়সি অভিবাসীদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

এদিকে বিদেশিদের কোনো অবৈধ কার্যকলাপ এবং অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দিতে রাজ্যের জনসাধারণকে আহ্বান জানিয়েছে। এছাড়া অবৈধ অভিবাসী রক্ষায় মাস্টারমাইন্ড, সহায়তাকারীর বিরুদ্ধে আপস ছাড়াই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম