Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযানের প্রস্তুতি

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযানের প্রস্তুতি

মালয়েশিয়ার সেলাঙ্গরে রাজ্যে পুলিশ ও ইমিগ্রেশন মিলে সমন্বিত ও যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সেলাঙ্গরের পুলিশ প্রধান। স্থানীয়দের অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পরই আসতে পারে বড় অভিযান।

রাজ্য পুলিশ প্রধানের বরাতে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানায়, রাজ্যের আম্পাং-এর কুয়ালা সেলাঙ্গর, সুঙ্গাই বুলোহ এবং পান্ডান মেওয়াহর আশপাশের এলাকাগুলোতে প্রবাসীদের আধিক্যের ফলে নিবিড় পুলিশি নজরদারিতে রয়েছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলাঙ্গরের পুলিশপ্রধান দাতুক হোসেন ওমর খান বলেছেন, পুলিশ অভিবাসন বিভাগের (জেআইএম) সঙ্গে এই উদ্বেগ মোকাবিলা করার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, শুধুমাত্র এই এলাকাতেই নয় (পান্ডান মেওয়াহ, আমপাং), অন্যান্য এলাকা যেমন কুয়ালা সেলাঙ্গর এবং সুঙ্গাই বুলোহ যেখানে সেখানে বিদেশিদের উপস্থিতি স্থানীয়দের উদ্বেগ বাড়াচ্ছে সেখানেও আমাদের নজরদারি রয়েছে।

দাতুক হোসেন ওমর খান বলেন, এলাকাগুলো পুলিশের নজরদারির অধীনে রয়েছে এবং আমরা ইমিগ্রেশন বিভাগের সঙ্গে একটি সমন্বিত অভিযান চালানোর আগে গোয়েন্দা তথ্যর জন্য অপেক্ষা করি।

এর আগে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যেখানে বলা হয় পান্ডান মেওয়াহ, আম্পাংয়ের বাসিন্দারা এই এলাকায় বিদেশিদের অতিরিক্ত আনাগোনা নিয়ে উদ্বেগ ও বিরক্তি প্রকাশ করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম