
প্রিন্ট: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পিএম
বাংলাদেশিসহ ৩৩৮০৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:২০ পিএম

আরও পড়ুন
বাংলাদেশিসহ ৩৩ হাজার ৮০৭ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) রেকর্ড অনুসারে সাজা শেষে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব অভিবাসন ডিপো থেকে এসব বিদেশি বন্দিকে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে টুয়ান তান হং পিনকে (পিএইচ-বাকরি) এক লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, তাদের মধ্যে ২৪ হাজার ৫৪২ প্রাপ্তবয়স্ক পুরুষ, ৮ হাজার ৮৭ প্রাপ্তবয়স্ক মহিলা, ৬৮১ জন ছেলে এবং ৪৯৭ জন মেয়ে রয়েছে। এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানানো হয়নি। তবে ইন্দোনেশিয়ান নাগরিকরা সবচেয়ে বেশি বন্দি ছিলেন- মোট ১৪ হাজার ৫৮৩ জন (৪৩.১%)।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের কাছে বৈধ ইউনাইটেড নেশনস হাইকমিশন ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) কার্ড আছে তাদের প্রথমে যাচাইকরণের উদ্দেশ্যে এবং মুক্তির আগে ইউএনএইচসিআরে রেফার করা হবে। বন্দিদের প্রত্যাবাসন নিশ্চিত করার একটি ব্যবস্থা হিসেবে ইউএনএইচসিআর থেকে নিশ্চিতকরণ করা হয়েছিল, যাতে প্রত্যাবর্তনের নীতি লঙ্ঘন না হয়।
তিনি বলেন, ইমিগ্রেশন ডিপোতে আটকদের প্রত্যাবাসন ইমিগ্রেশন ডিপোর প্রশাসন ও ব্যবস্থাপনা সম্পর্কিত ইমিগ্রেশন মহাপরিচালকের স্থায়ী নির্দেশের ভিত্তিতে পরিচালিত হয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।