Logo
Logo
×

পরবাস

দক্ষিণ আফ্রিকায় হাইকমিশনে বিশ্ব শিশু দিবস উদযাপন

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১১:০১ এএম

দক্ষিণ আফ্রিকায় হাইকমিশনে বিশ্ব শিশু দিবস উদযাপন

দক্ষিণ আফ্রিকায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন বিভিন্ন ইভেন্টের আয়োজন করে।

সোমবার বিকাল ৩টায় দেশটির রাজধানী প্রিটোরিয়া বাংলাদেশ হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ, কোরআন তেলাওয়াত ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও মহিলা-শিশু বিষয়ক উপদেষ্টার পক্ষ থেকে প্রেরিত বানী পাঠ করে শুনানো হয়।

সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. কাজী জাকির হোসেন। দুতাবাস সচিব আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তারাসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। 

হাইকমিশনার বলেন, দেশে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার সরকারিভাবে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। প্রতিটি শিশুর অধিকার, সুরক্ষা এবং উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও পুরস্কার প্রদান করেন ভারপ্রাপ্ত হাইকমিশনারসহ কর্মকর্তাবৃন্দ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম