Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ার পেনাং রাজ্যে প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া 

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৩:১৯ পিএম

মালয়েশিয়ার পেনাং রাজ্যে প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা

মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। 

শনিবার পেনাং শহরে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিস থেকে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। 

এছাড়া ১৪ জুলাই রোববার অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং থেকে দেওয়া হয় এ সেবা। 

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় মোবাইল কনস্যুলার সেবা প্রদানকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আগত বাচ্চাদেরকে বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে হাইকমিশনারের পক্ষ থেকে বাংলা বই উপহার দেওয়া করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও কর্মকর্তা-কর্মচারীরা। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের প্রতিনিধিবৃন্দ এবং সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশিরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম