Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় মুজিব সিনেমা প্রদর্শনীতে প্রবাসীদের ঢল

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৮:০৪ পিএম

মালয়েশিয়ায় মুজিব সিনেমা প্রদর্শনীতে প্রবাসীদের ঢল

বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি মালয়েশিয়ার (বিএসসিএম) আয়োজনে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ছবিটি প্রদর্শন করা হয়। মুজিব বায়োপিক দেখতে ৪ শতাধিক প্রবাসী জড়ো হয়েছিলেন।

মুজিব বায়োপিক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি বিক্রম বর্ধন। হাইকমিশনের কাউন্সিলর কন্স্যুলার মোর্শেদ আলম, ফাস্ট সেক্রেটারি এএসএম জাহিদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন- প্রফেসর ড. এমদাদুল হক, কমিউনিটির নেতা মকবুল হোসেন মুকুল, দাতো শ্রী কামরুজ্জামান কামাল, সিআইপি অহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, জসিমউদদীন চৌধুরী, দাতো আক্তার হোসেন, শ্রমিক নেতা নাজমুল ইসলাম বাবুল প্রমুখ।

এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষক, শিক্ষার্থী ও মালয়েশিয়া বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার ৪ শতাধিক প্রবাসী দর্শক সিনেমাটি উপভোগ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম