Logo
Logo
×

পরবাস

দেশে আসার সময় কুয়েত বিমানবন্দরে বাংলাদেশির মৃত্যু

Icon

সাদেক রিপন, কুয়েত থেকে

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১০:১৪ পিএম

দেশে আসার সময় কুয়েত বিমানবন্দরে বাংলাদেশির মৃত্যু

দেশে আসার সময় ইমিগ্রেশন বোর্ডিং পাশ সম্পন্ন করে বিমানে উঠার অপেক্ষায় থাকার মুহূর্তে স্ট্রোক করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দেলোয়ার হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ছুটিতে যাওয়ার সময় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ২১ নম্বর গেটে বিমানে উঠার জন্য অপেক্ষায় ছিলেন ঈদের ছুটিতে দেশে যাওয়া এই প্রবাসী।

দেলোয়ার হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত সিদ্দিক উল্লাহর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের পিতা বলে জানিয়েছেন তার স্ত্রী আকলিমা বেগম।

তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে কেবেদ অঞ্চলে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম