Logo
Logo
×

পরবাস

কুয়েতে মে মাসে প্রবাসীদের এনআইডি সেবা চালু

Icon

কুয়েত প্রতিনিধি 

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১১:১০ পিএম

কুয়েতে মে মাসে প্রবাসীদের এনআইডি সেবা চালু

আগামী মে মাস থেকে প্রবাসীদের জন্য কুয়েতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি প্রদান সংক্রান্ত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হল রুমে এ সভা হয়।

সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, আগামী মে মাস থেকে দূতাবাসে এনআইডি সেবা কার্যক্রম চালু করা হবে। এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে।

প্রবাসীরা স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ২২টি নাগরিক সুবিধা পাবেন। অনলাইন আবেদন ফরমের কপি, অনলাইন জন্মসনদের কপি, বৈধ বাংলাদেশি পাসপোর্টের কপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি থাকলে একজন প্রবাসী জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও ইউনিয়ন অথবা পৌরসভা হতে নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বরও এনআইডি-র জন্য আবেদন করতে প্রয়োজন হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম