Logo
Logo
×

পরবাস

রমজানে ২৪ ঘণ্টা খোলা থাকে নিউইয়র্কের ইসলামিক সেন্টার

Icon

মোহাম্মদ আবদুল্লাহ

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৩:২০ পিএম

রমজানে ২৪ ঘণ্টা খোলা থাকে নিউইয়র্কের ইসলামিক সেন্টার

বিশ্বের রাজধানী বলে খ্যাত আমেরিকার অন্যতম শহর নিউইয়র্কের ম্যানহাটন, সেখানে সিটি হলের কেন্দ্রীয় মসজিদ আসসাফা ইসলামিক সেন্টার। 

পবিত্র রমজান মাসে মসজিদটিতে প্রতিদিন গড়ে ৬০০ মুসল্লি বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। সেহরি, ইফতারি ছাড়াও পুরো রাতে চা-কফি ও বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। ইসলামিক এ সেন্টারটি বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত। 

রমজান মাসে আসসাফা ইসলামিক সেন্টার ২৪ ঘণ্টা মুসল্লিদের জন্য খোলা থাকে। প্রতি রাতে এখানে তারাবির তিনটি জামাত অনুষ্ঠিত হয়।  পরে তাহাজ্জুদের নামাজ ও সবার জন্য সেহরি পরিবেশন করা হয়। 

মসজিদের নিজস্ব শেফের মাধ্যমে প্রতিদিনই সুস্বাদু ইফতার ও সেহরি পরিবেশন করা হয়। প্রায় আটজন ইমাম ও হাফেজ পুরো মাস তারাবি ও কিয়ামুল লাইল পরিচালনা করেন।  

রমজান উপলক্ষ্যে ইসলামিক সেন্টারটি সুন্দর আলোকসজ্জা করা হয়। প্রায় সময় অসংখ্য অমুসলিম মসজিদে এসে ইসলাম গ্রহণ করেন। 

আসসাফা ইসলামিক সেন্টারে প্রতি শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের উপচেপড়া ভিড় হয়। এ কারণে তিনটি পৃথক পৃথক জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।  যেখানে হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করে থাকেন।

পুরুষের পাশাপাশি নারীদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। মসজিদের তৃতীয় তলায় পুরো একটি ফ্লোর নারীদের জন্য বরাদ্দ।  এ ছাড়া আসসাফা ইসলামিক সেন্টারে ফুলটাইম ইসলামিক স্কুল ও হাফেজি মাদ্রাসা দ্বীনি ও একাডেমিক সিলেবাসের সমন্বয়ে পরিচালিত হচ্ছে ।

আরও পড়ুন: ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার বিং বং

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম