Logo
Logo
×

পরবাস

থামছেনা ইসরাইলি বর্বরতা

গাজার নির্যাতিত শিশুদের পাশে বাংলাদেশি সংগঠন লাভ শেয়ার বিডি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১১:০৭ এএম

গাজার নির্যাতিত শিশুদের পাশে বাংলাদেশি সংগঠন লাভ শেয়ার বিডি

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।  ইসরাইলি এই বর্বরতার বিরুদ্ধে জেগে উঠেছে বিশ্ববিবেক। অনেক ব্যক্তি ও সংগঠন এগিয়ে এসেছে  অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে। এররম একটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা  লাভ শেয়ার বিডি। 

বঞ্চিত মানুষের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করে নেয়ার মানসে সংগঠনটির গড়ে তুলেন বাংলাদেশি-আমেরিকান জাহিদ খান। 

সম্প্রতি একটি অনাড়ম্বর অনুষ্ঠানে গাজায় নির্যাতির শিশুদের সাহায্যার্থে ১০ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা) একটি চেক তুলে দেয়া হয় ফিলিস্তিনি আমেরিকান দ্বারা পরিচালিত ওয়াশিংটন ভিত্তিক সংস্থা বুটিকের প্রেসিডেন্ট মাহমুদ সারহানের কাছে। 

চেকটি হস্তান্তর করেন লাভশেয়ার বিডির প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী ও সেক্রেটারি ফজলে এলাহি ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন জাহিদ খান ও বুটিকের সেক্রেটারি এলেক্স দেলোরা। 

প্রসঙ্গত, বুটিক গাজায় সরাসরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম