প্রথমবারের মতো জার্মানির ফ্রাঙ্কফোর্টে প্রবাসী বাংলাদেশিরা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোকযাত্রা বের করেন। শোকযাত্রাটি ফ্রাঙ্কফুর্টের মূল সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রবিন্দু হোপ্টবাখে জড়ো হন।
শোকযাত্রায় অবিলম্বে বঙ্গবন্ধু হত্যার খুনি পলাতক আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলকে বিনীত অনুরোধ জানান বক্তারা। এতে বক্তব্য দেন হাফিজুর রহমান আলম, মাবু জাফর স্বপন, ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হোসেন সিকদার, সংগীত শিল্পী তাপসী রায়, আজিজ চৌধুরী, রিসার্ড, মানবাধিকার কর্মী লায়লা রিসার্ড ও আজিম হোসেন প্রমুখ।
মিডিয়া ব্যক্তিত্ব জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটনের তত্ত্বাবধানে এ শোকযাত্রায় কমিউনিটির শীর্ষস্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিল্পীসহ রাজনৈতিক নেতারা অংশ নেন।
ঢাকা থেকে ভার্চুয়ালি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান কর্নেল (অব.) ফারুক খান এমপি যোগ দেন। তিনি দেশের বাইরে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।