Logo
Logo
×

পরবাস

দক্ষিণ কোরিয়ায় ট্যাক্সি ভাড়া বাড়ল

Icon

রাশিদুল ইসলাম জুয়েল, দক্ষিণ কোরিয়া থেকে 

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৪:৩৪ এএম

দক্ষিণ কোরিয়ায় ট্যাক্সি ভাড়া বাড়ল

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সিটি করপোরেশন বেসিক ট্যাক্সি ভাড়া ১০০০ উয়ন বাড়িয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন ভাড়া কার্যকর হয়ে ৪৮০০ উয়ন হবে। একইসঙ্গে প্রাথমিক ন্যূনতম দূরত্ব- যার জন্য ট্যাক্সি ভাড়া দেওয়া হয়, তা বর্তমান ২ কিলোমিটার থেকে ১.৬ কিলোমিটার হবে। 

এদিকে বেসিক ভাড়া নেওয়ার পর, বর্তমান ১৩২ মিটার থেকে প্রতি ১৩১ মিটার দূরত্বের জন্য ১০০ উয়ন অতিরিক্ত চার্জ যোগ করা হবে। রাতের ট্যাক্সি পরিষেবা বাড়ানোর লক্ষ্যে কর্তৃপক্ষ গত মাসে ট্যাক্সি ড্রাইভারদের রাত ১০টা থেকে রাতের চার্জ নেওয়ার অনুমতি দিয়েছে।

অন্যদিকে আগামী ফেব্রুয়ারি মাস থেকে প্রিমিয়াম ট্যাক্সির বেসিক ভাড়ার সঙ্গে ৫০০ উয়ন বাড়িয়ে ৭০০০ উয়ন করা হবে। এছাড়াও আগামী এপ্রিল থেকে বাস ও মেট্রোরেলের ভাড়া ৩০০ থেকে ৪০০ উয়ন বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম