Logo
Logo
×

পরবাস

যুক্তরাষ্ট্রের ইলগা ওয়ার্ল্ডের বোর্ড সদস্য হলেন বাংলাদেশি তাসনুভা আনান

Icon

কৌশলী ইমা, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশ: ১৪ জুন ২০২২, ১২:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের ইলগা ওয়ার্ল্ডের বোর্ড সদস্য হলেন বাংলাদেশি তাসনুভা আনান

যুক্তরাষ্ট্রের ইলগা ওয়ার্ল্ডের বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক তাসনুভা আনান শিশির। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ বছরের মে মাসের সম্মেলনে এ সম্মান পেয়েছেন তিনি। ১৬০টিরও বেশি দেশ এবং অঞ্চলের ১৭০০টিরও বেশি সংস্থার বিশ্বব্যাপী ফেডারেশন ইলগা ওয়ার্ল্ড যৌন এবং লিঙ্গ সংখ্যালঘু মানুষের মানবাধিকারের পক্ষে কাজ করে থাকে।

ইলগা ওয়ার্ল্ড বোর্ডের নির্বাচনে ট্রান্সজেন্ডার স্টিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হন তাসনুভা। সারা বিশ্বের বিভিন্ন সংগঠন তার প্রার্থিতায় সমর্থন জোগায়। তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের দুই অ্যাক্টিভিস্ট। এই এক্সিকিউটিভ বোর্ড হল ইলগা ওয়ার্ল্ডের মূল গভর্নিং বডি। সাধারণত বিশ্ব সম্মেলনের সময় এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইনক্লুসিভ বাংলাদেশের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন তাসনুভা আনান। তারাই তাকে এই পদের জন্য মনোনয়ন এবং সমর্থন করেছে। লিঙ্গ সংখ্যালঘু গোষ্ঠীর প্ল্যাটফর্ম শ্রী প্রতিষ্ঠা করেছেন তিনি। এছাড়া বিভিন্ন অলাভজনক সংস্থায় তার অন্যান্য সম্মানজনক পদ রয়েছে।

ইলগা ওয়ার্ল্ডে নতুন দায়িত্বের মাধ্যমে তাসনুভা বিভিন্ন রাষ্ট্রের বিশেষ করে বাংলাদেশের ট্রান্সজেন্ডার অধিকার বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। লিঙ্গ এবং যৌন সংখ্যালঘুদের মানবাধিকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন রহিতকরণ এবং বিভিন্ন দেশে বিদ্যমান এ ধরনের আইনগুলোকে সংশোধন করতে আইন প্রণেতাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেছেন তাসনুভা আনান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম