ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা- ‘ফোবানা’ এর সহায়তায় দুস্থ, অসহায় মানুষের জন্য কাজ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল বাংলাদেশ’।
ফোবানার সহযোগিতায় সাম্প্রতিক পথশিশু ও বিধবা নারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ছায়াতল বাংলাদেশ। কোভিড-১৯ প্রাদুর্ভাবে সমাজের নিম্ন মধ্যবিত্ত পরিবার যেখানে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সেখানে বিধবা নারী, পথশিশুদের কষ্ট মাপার উপায় নেই, এটাই সত্য।
অধিক কষ্টে থাকা মানুষগুলোর পাশে দাড়াতে পেরে ফোবানা-ছায়াতল যেমন সময়োপযোগী কাজ করেছে তেমনি চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, আটা, সাবানের প্যাকেট পেয়ে এ সকল বিধবা নারী, পথশিশুরাও স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোভিড-১৯ নিয়ে বেশ কিছু পরামর্শ দেন ছায়াতল বাংলাদেশ সংগঠনের স্বেচ্ছাসেবী সোহানা সোহা, রনক মাহমুদ জনি, ফাতেমা কবির, আকাশ ভূঁইয়া, ইসরাত বৃষ্টি, রাহিল আবুল বকরসহ অনেকেই।
মাস্ক পরতে অনুপ্রেরণা জুগিয়ে প্রত্যেককে ১০টি করে ফেস মাস্ক উপহার দেন আয়োজকেরা। ছায়াতল বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমাজের সুবিধা বঞ্চিত, পথশিশুদের জীবন মান উন্নয়নে কাজ করছে।
অপরদিকে ফোবানা আন্তর্জাতিক মানের একটি দাতা সংস্থা, যারা বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সময়ে মানবিক কর্মকাণ্ড করে থাকে। ছায়াতল বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সোহেল রানা সামর্থ্যবানদের সমাজের এ সকল সুবিধা বঞ্চিত, পথশিশুদের পাশে দাঁড়াতে আহবান জানান।