জার্মানিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:২৯ পিএম
জার্মানিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে।
জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকারের পরিচালনায় আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, সাংগঠনিক সম্পাদক কাজী সুরুজ, বার্লিন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিয়ত খান মিঠু, শাহ আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, একদলীয় শাসন কায়েমের পরে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল- সেটি পূরণ করতেই জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তারা বলেন, সরকার নির্যাতন নিপীড়নের স্টিমরোলার চালিয়ে বিএনপিকে নির্মূল করে দিতে চায়। কিন্তু বিএনপি জনগণের দল, এই দলকে নির্মূল করা যাবে না।
আলোচনা সভার শেষে দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।