Logo
Logo
×

পরবাস

রাহাত খানের মৃত্যুতে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের শোক

Icon

রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া থেকে

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ১২:৩২ পিএম

রাহাত খানের মৃত্যুতে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের শোক

কথাশিল্পী ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে শোক জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব। 

৩০ আগস্ট সেন্ট্রাল ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৬টায় সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপ, সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুল এবং সংগঠনের সাধারণ সম্পাদক জমির হোসেনের সমন্বিত বিবৃতিতে  এ শোক জানানো হয়।

এছাড়াও পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি যুক্তরাজ্যের মাহাবুব সুয়েদ, সহ-সভাপতি বেলজিয়ামের ফারুক আহমদ মোল্লা, সহ-সভাপতি রোমের আখি শিমা কায়সার, সহ-সভাপতি ইতালির রিয়াজ হোসেন, সহ-সভাপতি ফ্রান্সের নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পর্তুগালের জহুর উল হক, যুগ্ম সাধারণ সম্পাদক স্পেনের কবির আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পর্তুগালের রনি মোহাম্মদ, প্রচার সম্পাদক মো. রাসেল আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইতালির আসলামুজ্জামান, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও  মিলান সমন্বয়ক নাজমুল হোসাইন, জার্মানির ফাতেমা রুমা, ইতালির সাইফুল ইসলাম মুন্সী ও মো. মেজবাউদ্দিন আলাল, জার্মানির হাবিব বাবুল, স্পেনের সাইফুল আমিন, স্লোভেনিয়ার রাকিব হাসান রাফি, গ্রিসের মো. আল আমিন, হাঙ্গেরির জেরিন ফাতেমা, পর্তুগালের যুবরাজ শাহাদাত, পর্তুগালের এনামুল হক, সাইপ্রাসের মাহফুজুল হক চৌধুরী, পোল্যান্ডের আহমেদ রাজ বিন আইয়ুব, পর্তুগালের জাহিদ কায়সার, ফরিদ আহমেদ পাটোয়ারী, আনোয়ার এইচ খান, মুরাদ শেখসহ অনেকে।

রাহাত খানের মৃত্যুতে বাংলাদেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো বলে তাদের প্রত্যেকের বিবৃতিতে উল্লেখ করা হয়। 

রাহাত খান ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন সমাপ্ত করার পর তিনি ময়মনসিংহ জেলার নাসিরাবাদ কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তিনি অবদান রেখেছেন।

পাশাপাশি ষাটের দশক থেকে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন। ২০০৯ সালে তিনি দৈনিক ইত্তেফাকের সহকারী ও ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৬ সালে রাহাত খান বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। গোয়েন্দা সিরিজ মাসুদ রানার রাহাত খান চরিত্রটি তাঁর অনুসরণেই তৈরি করা।

অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব রাহাত খানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম